Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কি সেবা কিভাবে পাবেন?

১. প্রকল্পভুক্ত সমিতিসমূহের সদস্য হওয়ার মাধ্যমে ব্যক্তি সঞ্চয়ের বিপরীতে সরকার হতে উৎসাহ সঞ্চয় প্রাপ্তি,

      

সদস্য হওয়ার নিয়মাবলী।

 

       ক. প্রকল্পভূক্ত সমিতির সদস্য হতে চাইলে যিনি সদস্য হতে ইচ্ছুক তাঁর গ্রামের “একটি বাড়ী একটি খামার” প্রকল্পের গ্রাম উন্নয়ন সমিতিতে আসন (সর্বোচ্চ ৬০ জন) খালি থাকা সাপেক্ষে সদস্য হতে পারবেন।

       খ. সদস্যর ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।

       গ. সদস্যের জন্মবিবন্ধন সনদের ফটোকপি/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি/পাসপোর্টের ফটোকপি/ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি।

       ঘ. নমিনির ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি।

       ঙ. নমিনির জন্মবিবন্ধন সনদের ফটোকপি/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি/পাসপোর্টের ফটোকপি/ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি।

 

২. সমিতির সদস্যদের মাঝে সামান্য সার্ভিস চার্জের বিনিময়ে ঋণ বিতরণ,           

      

ঋণ প্রাপ্তির নিয়মাবলী।

 

       ক. ঋণের আবেদনকারীকে অবশ্যই প্রকল্পভূক্ত সমিতির সদস্য হতে হবে।

       খ. সদস্যের ব্যক্তি সঞ্চয় ও উৎসাহ সঞ্চয় মিলিয়ে আবেদনকৃত ঋণ পরিমানের ২৫% হতে হবে।

       গ. সদস্যের সঞ্চয় ঋণ প্রাপ্তির মাস পর্যন্ত হালনাগাদ থাকতে হবে।

       ঘ. ঋণ গ্রহীতার পক্ষে দুইজন সমিতির সাক্ষ্য আবশ্যক (সমিতির সদস্য)

       ঙ. সাক্ষীদের সঞ্চয়ও হালনাগাদ থাকতে হবে।